Probashi Kallyan Bank User Manual


১ম ধাপঃ টাকা পরিশোধ করার জন্য সোনালী ই-সেবা অ্যাপ ডাউনলোড করুন অথবা এখানে - https://sbl.com.bd:7070/ ক্লিক করুন।

২য় ধাপঃ PKB সিলেক্ট করে পেমেন্ট পেজে যেতে হবে।

৩য় ধাপঃ লোন ব্রাঞ্চ সিলেক্ট করুন, লোন একাউন্ট দিন(১৩ ডিজিট), পারপাস সিলেক্ট করুন, কন্টাক্ট নাম্বার দিন (১১ ডিজিট), টাকার পরিমান দিয়ে “Check” বাটনে ক্লিক করুন।

৪র্থ ধাপঃ তথ্যের সঠিকতা যাচাই করে “Confirm Payment” বাটনে ক্লিক করুন। সোনালী পেমেন্ট গেটওয়েতে(SPG) চলে যাবে।

৫ম ধাপঃ টাকা প্রদানের মাধ্যম(সোনালি ব্যাংক একাউন্ট/সোনালী ওয়ালেট/কার্ড/মোবাইল ব্যাংকিং) নির্বাচন করুন।

৬ষ্ঠ ধাপঃ সঠিক তথ্য প্রদান করে টাকা প্রদান করুন। সঠিকভাবে টাকা প্রদানের পর ট্রাঞ্জেকশন নাম্বারসহ একটি ভাউচার পাবেন। পরবর্তিতে ব্যবহারের জন্য ভাউচারটি সংরক্ষন করুন। পুনরায় পেমেন্ট করার জন্য "Back" বাটনে ক্লিক করুন।