Payment Instructions User Manual

  • radio_button_checked
    ইনস্টিটিউট ফি প্রদানের জন্য আপনার কম্পিউটার ব্রাউজারের (গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি) ইউআরএল (URL) অপশনে https://sbl.com.bd:7070 লিখে এন্টার চাপুন এবং “BTEB Institute Fee” আইকনে ক্লিক করুন। সরাসরি ব্রাউজারের ইউআরএল (URL) অপশনে https://sbl.com.bd:7070/BTEB/Fee/ লিখে এন্টার চাপুন।
  • radio_button_checked
    ইনস্টিটিউট কোড এবং ড্রপডাউন মেনু থেকে সার্ভিস সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করুন।
  • radio_button_checked
    আপনার প্রদানকৃত তথ্য সঠিক হলে পেমেন্ট সংক্রান্ত তথ্য প্রদর্শিত হবে। তথ্য যাচাই পূর্বক “Confirm Payment” বাটনে ক্লিক করুন । পেমেন্ট করতে না চাইলে “Cancel” বাটনে ক্লিক করুন।
  • radio_button_checked
    সোনালী পেমেন্ট গেটওয়েতে আপনার পছন্দমত পেমেন্ট চ্যানেল নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করুন এবং পেমেন্ট ভাউচার ডাউনলোড করুন।
  • radio_button_checked
    আপনি যদি তখন ভাউচার প্রিন্ট করে না রাখেন অথবা পরে কোন সময়ে প্রিন্ট করতে চান তাহলে ওয়েবসাইট নেভিগেশনের “Voucher” মেনুতে ক্লিক করুন । সার্চ বক্সে 16 ডিজিটের ট্রানজেকশন আইডি অথবা ইনস্টিটিউট কোড প্রদান করে পেমেন্ট রেকর্ড দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন ।

Do email for help

  • To : support@sonalibank.com.bd
  • Email Subject : BTEB Institute Payment
  • Information to be sent :
  • Inst Code
  • Service Id
  • Contact No.
  • Transaction Number(if any)
  • Transaction Date
  • Transaction Amount
  • Payment by: (bKash/rocket/nagad/tap/debit card/credit card)